দিনহাটাকাণ্ডে কড়া কমিশন, পরিস্থিতি সরজমিনে কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল

নির্বাচন ঘোষণার পরেই দেশজুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। এরই মাঝে গত রাতে উত্তপ্ত দিনহাটা। রাজ্যের মন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে সংঘর্ষ। এবার এই ঘটনায় নড়েচড়ে…

govornor

নির্বাচন ঘোষণার পরেই দেশজুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। এরই মাঝে গত রাতে উত্তপ্ত দিনহাটা। রাজ্যের মন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে সংঘর্ষ। এবার এই ঘটনায় নড়েচড়ে বসলো কমিশন। কোচবিহারের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে কিনা জানতে গোটা ঘটনার তথ্য চেয়ে রিপোর্ট তলব করলো কমিশন. 

এই ঘটনার জেরেই আজই দুপুরে দিনহাটা পৌঁছবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। তিনি পুলিশের কাছ থেকে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। পাশাপাশি নিজেও কোচবিহারে যাচ্ছেন। কলকাতা বিমানবন্দর থেকে বিমানে বাগডোগরা পৌঁছাবেন তিনি তারপর সেখান থেকে গাড়িতে কোচবিহারের দিনহাটায় হাজির হবেন বোস।

   

গতকাল রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মধ্যে চরম ঝামেলা হয়। এই ঝামেলায় নিজেদের রাগ সামলাতে না পেরে একে অপরের দিকে চড়াও হন বলে অভিযোগ। এতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরীহয় সেখানে।গতকালের এই ঘটনার পর ৪৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস । তবে গতকাল রাতের দিনহাটা জুড়ে ঘটে যাওয়া ঝামেলা মিটলেও তার প্রভাব আজও চলছে দিনহাটা জুড়ে। তবে এই ঘটনার পর পুলিশও তদন্ত চালাতে শুরু করেছে।

রাজ্যপালের দিনহাটা যাওয়া প্রসঙ্গকে কেন্দ্র করে ফেসবুকে বার্তা দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি লিখেছেন, মাননীয় রাজ্যপাল শুনলাম আপনি দিনহাটা আসছেন। নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই নিয়ে আসবেন এমনই জানিয়েছেন তিনি। তবে তিনি আরও বলেন সমস্ত ঘটনাই পরিকল্পিত। আজ বুধবার সকালে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন মন্ত্রী উদয়ন গুহ। সমস্ত ঘটনাটি ঘটার জন্য বিজেপিকে দায়ী করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অপরপক্ষে বিজেপিও একই অভিযোগ এনেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

তবে বিধানসভা নির্বাচনের সময়ও যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি ছিল সমগ্র দিনহাটাজুরে এবার লোকসভায় কি তারই প্রভাব পড়তে চলেছে তা নিয়ে উঠছে প্রশ্ন।