Weather: বাড়বে গরম, বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী

  Advertisements নেই কোনো নিম্নচাপ। বেপাত্তা ঠাণ্ডা আবহাওয়া। ফের ভ্যাপসা গরমে নাজেহাল। আপাতত কয়েকদিন এমনই আবহাওয়া (Weather) বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।…

Heat Wave

 

Advertisements

নেই কোনো নিম্নচাপ। বেপাত্তা ঠাণ্ডা আবহাওয়া। ফের ভ্যাপসা গরমে নাজেহাল। আপাতত কয়েকদিন এমনই আবহাওয়া (Weather) বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

   

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে । এছাড়া কলকাতা (Kolkata)-র আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্র-বিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। 

যদিও আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় জায়গায় বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

তবে এখনই বৃষ্টির হাত থেকে স্বস্তি পাচ্ছেন না মধ্যপ্রদেশের মানুষ। আজও রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল থেকেই রাজধানী ভোপাল-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। যদিও আজ অনেক জেলাতেই বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির জেরে একাধিক জেলায় ফের একবার পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। একই সঙ্গে বৃষ্টির কথা মাথায় রেখে আবহাওয়া দফতরের তরফে মানুষকে সাবধানতা অবলম্বনের আবেদন জানানো হয়েছে।