Weather: অস্বস্তি কাটিয়ে রাজ্যে ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি

সকাল থেকেই আকাশের মুখ ভার। চাতক পাখির মতো বৃষ্টির আশায় রয়েছেন রাজ্যবাসী। হু হু করে বাড়ছে তাপামাত্রা, সেইসঙ্গে বজায় রয়েছে আদ্রতাজনিত আবহাওয়া। এদিকে কেরালায় বর্ষা…

সকাল থেকেই আকাশের মুখ ভার। চাতক পাখির মতো বৃষ্টির আশায় রয়েছেন রাজ্যবাসী। হু হু করে বাড়ছে তাপামাত্রা, সেইসঙ্গে বজায় রয়েছে আদ্রতাজনিত আবহাওয়া। এদিকে কেরালায় বর্ষা ঢুকলেও রাজ্যে এখনও অবধি বৃষ্টির নাম নেই। এহেন পরিস্থিতিতেই আবহাওয়া নিয়ে এবার কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এদিন কলকাতায় হবে বৃষ্টি। এর ফলে অস্বস্তিও কিছুটা কমবে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়ায়। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করে আলিপুর আবহাওয়া দফতর। বলা হচ্ছে, ৩ জুন থেকে খ উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। ফলে প্রাক বর্ষা বৃষ্টিপাতে ভিজবে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি। দেশের অনেক জায়গায় প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণাংশ, কেরালার কিছু অংশ, লাক্ষাদ্বীপ, দক্ষিণ উপকূলীয় কর্ণাটক, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।