Weather: কাঠফাটা রোদ থেকে এখনই মিলবে না রেহাই, নেই বৃষ্টির সম্ভাবনাও

বৈশাখ মাস পড়লেও শহরে কালবৈশাখীর দেখা নেই। গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গবাসীর। এদিকে রবিবারই শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৪০…

short-samachar

বৈশাখ মাস পড়লেও শহরে কালবৈশাখীর দেখা নেই। গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গবাসীর। এদিকে রবিবারই শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছিল।

   

নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সূর্যের প্রখর রোদে নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও কলকাতা ও দক্ষিণবঙ্গের জন্য এখনও অবধি সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনই কোনো বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। অন্তত আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বহু জেলায় তাপমাত্রা ৪০ এই গণ্ডি পার করেছে। ফলে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। 

আবহাওয়ার খামখেয়ালিপনা দেখে সকলের মনে একটাই প্রশ্ন, কবে হবে বৃষ্টি? আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার সহ আশপাশের অঞ্চলগুলিতে তাপপ্রবাহ আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতেরও বেশ কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে।