প্রচণ্ড তাপদাহে (Weather Update) নাজেহাল দক্ষিণবঙ্গ তথা গোটা বাংলা। কলকাতা, হাওড়া, মেদিনীপুর, বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ— সর্বত্র একটানা তাপপ্রবাহের দাপটে (Weather Update) নাজেহাল জনজীবন। বৃষ্টির(Weather Update) আশায় মুখ চেয়ে ছিল বাংলা। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আলিপুর আবহাওয়া দফতর(Weather Update) দিল বড় খবর— খুব শীঘ্রই বাংলায় ঢুকে পড়বে বর্ষা। হাওয়া অফিস বলছে, ‘বর্ষা এক্সপ্রেস’ ছুটে আসছে ঝড়ের বেগে, আর সময়ের অনেক আগেই এই রাজ্যে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই উত্তরবঙ্গ(Weather Update) এবং সিকিমে বর্ষা প্রবেশ করতে পারে। কেরালায় বর্ষার(Weather Update) আনুষ্ঠানিক আগমন ঘটে গিয়েছে আজ থেকেই। সাধারণত ১ জুনের আশেপাশে বর্ষা কেরালায় ঢোকে, কিন্তু এবার তা আট দিন আগেই হাজির। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু, কর্নাটকের কিছু অংশ এবং উত্তর-পূর্ব ভারতের মিজোরাম, নাগাল্যান্ডেও(Weather Update) বর্ষা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এর ফলে স্পষ্ট যে, চলতি বছর বর্ষা তার নির্ধারিত সময়ের তুলনায় অনেক আগেই প্রবেশ করছে দেশের বিভিন্ন প্রান্তে।
তবে বর্ষা আসার আগেই রাজ্যের আকাশে জমেছে ঘন কালো মেঘ(Weather Update) । দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের অন্তত তিন দিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে (Weather Update) একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এর জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা।
বিশেষ করে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস(Weather Update) । দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট (Weather Update) আরও বাড়বে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি শুক্রবার দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, (Weather Update) জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলগুলিতে (Weather Update) মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নদী-খাল উপচে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এতদিন যাঁরা গ্রীষ্মের দাবদাহে পুড়ে ছারখার হচ্ছিলেন, তাঁদের জন্য(Weather Update) এই বর্ষার আগমন এক বড় স্বস্তির খবর। তবে আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত, জলোচ্ছ্বাস, জল জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কৃষকদের (Weather Update) জন্যও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, কারণ প্রবল বৃষ্টির ফলে মাঠে থাকা ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে।
সুতরাং বলা যায়, বহু প্রতীক্ষিত বর্ষা এবার(Weather Update) প্রায় দরজায় কড়া নাড়ছে। একদিকে যেমন শহরবাসীর(Weather Update) গরম থেকে মুক্তি মিলবে, অন্যদিকে প্রবল বৃষ্টিপাত নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে প্রশাসনের সামনে। এখন দেখার বিষয়, এই আগেভাগে আসা বর্ষা (Weather Update) কতটা স্বস্তি আনে বাংলার মানুষের জীবনে।