HomeWest BengalKolkata Cityরাজ্যে উত্তুরে হওয়ার দাপটের মাঝে জাঁকিয়ে পড়বে শীত, তাপমাত্রা কমে গড়বে রেকর্ড!

রাজ্যে উত্তুরে হওয়ার দাপটের মাঝে জাঁকিয়ে পড়বে শীত, তাপমাত্রা কমে গড়বে রেকর্ড!

- Advertisement -

ধীরে ধীরে নামতে শুরু করেছে কলকাতার পারদ (Weather Update) । গত কয়েকদিন ধরে সকাল ও বিকেলের দিকে শীতের আমেজ লক্ষ করা যাচ্ছে। এর পাশাপাশি বইছে উত্তুরে হাওয়া। এমনকি কলকাতা সহ অন্যান্য রাজ্যে ঘন কুয়াশারও দেখা মিলছে। কিন্তু রাজ্যে কবে জাঁকিয়ে শীত পড়বে সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এরই মধ্যে শীত নিয়ে এক বড়সড় সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

শীত নিয়ে কোন বড় আপডেট দিল তারা? শোনা যাচ্ছে, অল্প দিনের মধ্যেই বাংলার জেলায়-জেলায় নামতে চলেছে তাপমাত্রার পারদ। কলকাতা-সহ জেলায় জেলায় তৈরী হচ্ছে শীতের আমেজ। রবিবার শহরে তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামী পাঁচ দিন খুব একটা তাপমাত্রার হেরফের হবে না।

   

তীব্র ভারত বিরোধিতা, কলকাতা বইমেলায় নাম বাদ বাংলাদেশের

আগামী কয়েকদিন ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা গড়ালে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া থাকবে। সেইসঙ্গে থাকবে হালকা শীতের আমেজ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম।

গতকাল অর্থাৎ রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৮-৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯-২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।

প্রায় ২২ ঘণ্টা লেট ট্রেন, চরম যাত্রী ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ রেলের

গতকাল দার্জিলিঙের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। আগামী দুই-তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে মালদহ ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে দক্ষিণ দিনাজপুরেও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আসতে শুরু করেছে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকলের দিকে কুয়াশা থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। পুরুলিয়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ইতিমধ্যে ১৩ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে।

Elon Musk: ট্রাম্পের সঙ্গে তিক্ততা কমাতে মাস্কের সঙ্গে গোপন সাক্ষাৎ ইরানি কূটনীতিকদের

আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সবমিলিয়ে বলা যায়, রাজ্যজুড়ে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular