Weather Update: শীতের বিদায়? ঝাঁপিয়ে বৃষ্টি একাধিক জেলায়, জানুন আজকের আপডেট

সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়া। তাপমাত্রা একটু একটু করে বাড়বে বলে জনিয়েছে হাওয়া অফিস (Weather Update)। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায়…

short-samachar

সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়া। তাপমাত্রা একটু একটু করে বাড়বে বলে জনিয়েছে হাওয়া অফিস (Weather Update)। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। তবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

   

আগামী সপ্তাহের মাঝামাঝি সময় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, আগামী বুধবার (৩১ জানুয়ারি) এবং বৃহস্পতিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির তীব্রতা কতটা বেশি, তা এখনও নির্দিষ্টভাবে জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।

ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের উপরে থাকা ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের ‘হাইপ্রেশার জোন’-র শক্তি শেষ হয়ে গিয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে নতুন করে রাজ্যের পরিমণ্ডলে যে জলীয় বাষ্প ঢুকছে, তার জেরে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পের হাত ধরে রাজ্যে বৃষ্টি আসতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের।

কলকাতার সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্ভবত যথাক্রমে ২৩ ডিগ্রি এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম, সর্বনিম্ন স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।