কবে হবে বৃষ্টি? হাঁসফাঁস গরমে নাভিশ্বাস রাজ্যবাসীর

হাঁসফাঁস গরমে নাভিশ্বাস রাজ্যবাসীর। গত কয়েকদিন ধরেই পারদ ঊর্ধ্বমুখী, বৃষ্টির সেভাবে দেখা নেই। এমন নাজেহাল অস্বস্তিকর পরিস্থিতিতে কবে হবে বৃষ্টি? কী বলল আবহাওয়া অফিস? Advertisements…

Weather Update: Temperature to Rise in Most Parts of the Country

হাঁসফাঁস গরমে নাভিশ্বাস রাজ্যবাসীর। গত কয়েকদিন ধরেই পারদ ঊর্ধ্বমুখী, বৃষ্টির সেভাবে দেখা নেই। এমন নাজেহাল অস্বস্তিকর পরিস্থিতিতে কবে হবে বৃষ্টি? কী বলল আবহাওয়া অফিস?

Advertisements

গতকাল শনিবারের তাপমাত্রা ছিল ৩৯।৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ রবিবারের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কম, যদিও অস্বস্তি বজায় রয়েছে। আজ সকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮।৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে অত্যাধিক পরিমাণে জলীয় বাষ্পের জন্য বাড়ছে অস্বস্তি।

   

বর্ষা কবে আসবে? এখনও এই নিয়ে হাওয়া অফিস পরিস্কার কিছু জানায়নি। জানা গিয়েছে, কয়েকটি জেলায় রবিবার-সোমবার হালকা বৃষ্টিপাত হতে পারে। জেলাগুলি হল বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতাও দিয়েছে।

হাওয়া মোরগ জানিয়েছে রবিবার থেকে বুধবার তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।

তবে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস বা তাপপ্রবাহের সর্তকতা কোনটাই দেওয়া হয়নি। চরম অস্বস্তি অনুভব করবে কলকাতার মানুষজন, এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। কলকাতা ছাড়া অস্বস্তি অনুভব করবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাও। এই পরিস্থিতি সব থেকে বেশি অনুভব হবে রবিবার এবং সোমবার। পারদ আরও চড়বে এবং তা সব থেকে বেশি হবে ৬ এবং ৭ জুন।

অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে রবিবার-সোম্বার বৃষ্টি হতে পারে।