Weather Update: আগামী কয়েকদিন পারদ কি আরও কমবে? কী বলছে আবহাওয়া দফতর? জেনে নিন বিস্তারিত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। তাপমাত্রার সেরম হেরফের হবেনা এবং বৃষ্টির পূর্বাভাস নেই সেরকম।
হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম)। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১.৮ ডেগ্রে বেশি)। বৃহস্পতিবার বৃষ্টি হয়নি। হাওয়া মোরগ জানিয়েছে শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল সাড়ে আটটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। আদ্রতা ছিল ৮০ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে প্রবেশের পথ পেয়েছে। ফলে উত্তর থেকে ঠান্ডা হাওয়া আসার পরিস্থিতি তৈরি হয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়্গ্রাম, শ্রীনিকেতন, পানাগড় ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই। জানা যাচ্ছে আগামী এক সপ্তাহ ধরে আসতে আসতে কমবে তাপমাত্রা। তবে শীতের অনুভূতি হলেও এখনও শীতের প্রবেশ হবেনা চলতি মাসে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আগামী পাঁচ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে শীতের আমেজের অনুভূতি। সকালের কুয়াশা আরও বাড়বে আগামীতে। ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। তবে দিনভর আকাশ থাকবে পরিষ্কার। হাওয়া মোরগ রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আপাতত। তবে আজ থেকে রবিবার পর্যন্ত দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।