Weather Today: বড়দিনে গরম হাওয়া

বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে ক্রিসমাসের আগে প্রায় প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে বঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা (Weather Today)।…

বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে ক্রিসমাসের আগে প্রায় প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে বঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা (Weather Today)। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রে আরও একটু বাড়ল শহরের তাপমাত্রা। এদিন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি, যা কিনা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি ই বেশিই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষশেষের আগেই বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এর ফলে পূবালী হাওয়ায় দাপট বাড়বে। কমবে উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব। আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। তবে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

আবহাওয়া দফতর মনে করছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনি ও রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রা। ১২ ই ডিসেম্বর থেকে চলছে শীতের স্পেল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলি ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। কোথাও ১০ এর নিচে তাপমাত্রা নেমে গেলেও যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম।