Weather: সাগর থেকে মেঘ অসুরের গর্জন, শারদোৎসবে ভিজবে দুই বাংলা

Weather: বঙ্গোপসাগরে শুরু মেঘাসুর রূপে নিম্নচাপ গর্জন। এর জেরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস জারি। শারদোৎসবে ভিজবে দুই বাংলার জনজীবন। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দুর্গাপূজার…

Weather: সাগর থেকে মেঘ অসুরের গর্জন, শারদোৎসবে ভিজবে দুই বাংলা

Weather: বঙ্গোপসাগরে শুরু মেঘাসুর রূপে নিম্নচাপ গর্জন। এর জেরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস জারি। শারদোৎসবে ভিজবে দুই বাংলার জনজীবন। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দুর্গাপূজার সপ্তমীর সকালেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে নবমী, দশমীতে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া বিভাগ জারি করেছে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘূর্ণির আশঙ্কাও থাকছে।

ঢাকায় আবহাওয়াবিদ মহন্মদ ওমর ফারুক বলেন, বঙ্গোপসাগরে একচি লঘুচাপ তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হতে আরও দুই দিন লাগবে। তখন বোঝা যাবে যে ঘূর্ণিঝড় হবে কিনা এবং এর মুখ কোনদিকে হবে। কলকাতায় আলিপুর আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। নবমীর দিন আরও শক্তিশালী হবে।

   

বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বৃষ্টি হতে পারে বলে।  লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে এবং এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কলকাতা ও ঢাকার আবহাওয়া বার্তার বিশ্লেষণে উঠে আসছে, দুর্গা পূজার নবমী ও দশমীতে দুই বাংলা ভিজবে এমন সম্ভাবনা বেশি। শারোদতসবের আনন্দে জল ঢালতে তৈরি মেঘাসুর।