Weather: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, বাড়বে গুমোট অস্বস্তি

Weather: আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে উত্তর-আন্দামান সাগর এবং সংলগ্ন…

Weather: আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে উত্তর-আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বেলার দিকে বৃষ্টি পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টিজনিত আবহাওয়া কাটতে শুরু করবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহতে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪.৮ মিমি।