Weather: আগমণী সুরে ঝলমলে দিন শুরু, বিদায় জানাল বর্ষা

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর…

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

   

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এছাড়া ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাকি অংশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশ, পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূল অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, তেলেঙ্গানার বেশিরভাগ অংশ, নর্থ ইন্টেরিয়র কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে ১৩ অক্টোবর।

মৌসুমী অক্ষরেখার বিদায় রেখা গেছে ফরবেশগঞ্জ, মালদা, বিশাখাপত্তনম, নাগগোন্ডা, রায়চুর এবং ভেনগারলার ওপর দিয়ে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের ওপর দিয়ে।

আবহাওয়া দফতরের তরফে ১৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কেরল ও মাহেতে। তামিলনাড়ুতে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৬ ও ১৭ অক্টোবর। সাউথ ইন্টেরিওর কর্নাটকে ১৬ ও ১৭ অক্টোবর।

জম্মু-কাশ্মীর-গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদে ১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানে ১৫ ও ১৬ অক্টোবর একই পরিস্থিতি তৈরি হতে পারে। ১৬ অক্টোবর নাগাদ কাশ্মীর-গিলগিট অঞ্চল এবং হিমাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।