Weather: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ভাসবে মহানগরী কলকাতা। কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় আকাশের মুখ ভারী। রাজ্যের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। তিনদিন ধরে অর্থাৎ মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে ধেয়ে এসেছে বৃষ্টি। শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে এই বৃষ্টি। অন্যদিকে ২৬ অগাস্ট অর্থাৎ শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তন ছাড়াও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসছে। ফলে সপ্তাহের শুরু থেকেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। শুক্রবার অর্থাৎ আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরসঙ্গেই উত্তরের দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হতে পারে হাল্কা বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে দুদিন ধরে চলবে এই বৃষ্টির দাপট। আগামী ২৬ তারিখ পর্যন্ত জারি করা হয়েছে কমলা সতর্কতা।
শুক্রবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট বর্তায়মান৷ দক্ষিণবঙ্গের পশ্চিম ও পূর্ব বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বাকি সব জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মহানগরী কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা। তাপমাত্রা ইতিমধ্যেই কিছুটা কমেছে। এই সপ্তাহের শেষ থেকে কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামবে আরও বেশ কয়েক গুণ।
আজ অর্থাৎ শুক্রবার ২৫ অগাস্ট ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।