Heat Wave: তাপপ্রবাহের সতর্কতা, অসতর্ক হলেই বিপদ

রাজ্যে তাপপ্রবাহ (Heat Wave) সতর্কতা জারি। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে লু বইবে। যদিও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমের স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই ঝলসে যাচ্ছেন। চৈত্র…

Summer Sun

রাজ্যে তাপপ্রবাহ (Heat Wave) সতর্কতা জারি। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে লু বইবে। যদিও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমের স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই ঝলসে যাচ্ছেন। চৈত্র শেষের গরম বলে দিচ্ছে বৈশাখে কী ঘটতে চলেছে।

Advertisements

আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে।

   

তাপপ্রবাহ এড়াতে বাইরে বেশি বের হতে নিষেধ করছেন চিকিৎসকরা। বেশি পরিমান জল খেতে বলছেন। তবে গরম থেকে এসেই সঙ্গে সঙ্গে জল না। একটু জিরিয়ে নিয়ে জল খেতে হবে। তাপপ্রবাহে সান স্ট্রোক বা হিট স্ট্রোক এড়াতে ছাওয়া জায়গায় থাকার কথা বলছেন চিকিৎসকরা।