Weather: কমবে তাপমাত্রা, বুধে ১৫ জেলায় তোলপাড় করা বৃষ্টির পূর্বাভাস

বাংলার আবহাওয়ার (Weather) ফের যেন উলটপূরাণ হল। ভ্যাপসা গরম সরে নতুন করে ঠাণ্ডার আমেজ ফিরল বিশেষ করে দক্ষিণবঙ্গে। আজ বুধবার ফের একবার বজ্রপাত সহ প্রবল…

kol rains 1 Weather: কমবে তাপমাত্রা, বুধে ১৫ জেলায় তোলপাড় করা বৃষ্টির পূর্বাভাস

বাংলার আবহাওয়ার (Weather) ফের যেন উলটপূরাণ হল। ভ্যাপসা গরম সরে নতুন করে ঠাণ্ডার আমেজ ফিরল বিশেষ করে দক্ষিণবঙ্গে। আজ বুধবার ফের একবার বজ্রপাত সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হল দক্ষিণবঙ্গজুড়ে। তোলপাড় করা বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও।

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে তীব্রতর অতি ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। এই হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বা তারও বেশি। সকলকে সাবধানে থাকার পরামর্শ জারি করা হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া তোলপাড় হবে? তাহলে জানিয়ে রাখি, বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কিছুটা হলেও কমবে বাংলার তাপমাত্রা।

   

আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির ভ্রূকুটি জারি করা হয়েছে। কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। যেহেতু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়ছে। বাড়ছে অস্বস্তিও। কবে এরকম আবহাওয়া থেকে মুক্তি মিলবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।