Weather: ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে আজ জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা জারি, বর্ষা নিয়ে এল বড় আপডেট

আবহাওয়ার (Weather) নতুন করে একপ্রকার ভোলবদল ঘটল। আর এই ভোলবদল কিছুটা হলেও মানুষের উপর প্রভাব ফেলল। বৃষ্টি নেই, অথচ দাপিয়ে বেড়াতে শুরু করেছে ভ্যাপসা গরম।…

আবহাওয়ার (Weather) নতুন করে একপ্রকার ভোলবদল ঘটল। আর এই ভোলবদল কিছুটা হলেও মানুষের উপর প্রভাব ফেলল। বৃষ্টি নেই, অথচ দাপিয়ে বেড়াতে শুরু করেছে ভ্যাপসা গরম। বাড়ি থেকে বের হতে গেলেই সাধারণ মানুষের কাল ঘাম ছুটে যাচ্ছে রীতিমতো।

ইতিমধ্যে দেশের বর্ষার (Monsoon) আগমন কবে ঘটবে? তা নিয়ে সাফ সাফ জানিয়ে দিয়েছে আইএমডি থেকে শুরু করে আলিপুর আবহাওয়া দফতর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে, আবার অন্যদিকে কেরালায় ৩১মে-র মধ্যে বর্ষার আগমন ঘটবে বলে খবর। যাইহোক, আজ শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে, না তবে বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই।

   

বৃষ্টি তো হবে না বরং উল্টে আজ শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একের পর এক জেলায় তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এমনকি হলুদ সর্তকতা অবধিও জারি করা হয়েছে। আজ বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আগামীকাল শনিবার অবধি এরকম পরিস্থিতি থাকবে বলে খবর।

তবে বৃষ্টি কবে থেকে হবে সেটাও জানিয়ে দেওয়া হল। যেমন আগামী ১৯ মে থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে। এরপর ২০ তারিখ সোমবার ভোটের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝাড়ু রকমে বৃষ্টি হতে পারে। এরপর ২১ তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে।

অন্যদিকে আজ উত্তরবঙ্গের মোট ৩ জেলায় ঝড় বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ এবং জলপাইগুড়িতে।