বইবে ৪০-৫০ কিমি বেগে হাওয়া, রবিতে ১৮ জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

আজ রবিবার ছুটির দিনে আপনারও কি কোথাও বেরনোর প্ল্যান রয়েছে? তাহলে জেনে নিন আজ আবহাওয়ার (Weather) মতিগতি কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে বুলেটিনটি…

আজ রবিবার ছুটির দিনে আপনারও কি কোথাও বেরনোর প্ল্যান রয়েছে? তাহলে জেনে নিন আজ আবহাওয়ার (Weather) মতিগতি কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে বুলেটিনটি জারি করা হয়েছে, সেটা অনুযায়ী, ২-৩টে জেলা ছাড়া এদিন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। কোথাও ভারী তো আবার কোথাও অতিভারী বর্ষণের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।

আজ যেমন উত্তরবঙ্গের উপরের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেমি অবধি। যদিও আজ মোটের ওপর শুকনো থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ।

Advertisements

এবার আসা যাক দক্ষিণবঙ্গের প্রসঙ্গে। আজ রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে সর্বোচ্চ ৫০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতার মেঘলা আকাশ বিকেলের দিকে গরম থাকলেও মাঝখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ থেকে উত্তর সর্বত্র তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী দিনে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম বজায় থাকবে।

   

 

Advertisements