Weather: বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, জন্ম নিচ্ছে ঘূর্ণি

আপাতত দাবদাহ শেষের দিকে। বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষত উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আরও কয়েকটি জেলায়…

Weather: বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, জন্ম নিচ্ছে ঘূর্ণি

আপাতত দাবদাহ শেষের দিকে। বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষত উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আরও কয়েকটি জেলায় হবে বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

সোমবার আরব সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিত্রটা স্পষ্ট হবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত  গভীরতম নিম্নচাপে পরিণত হবে। শুরু হবে প্রবল বৃষ্টিপাত। এর ফলে পশ্চিমভারতে ভারি বর্ষণের সম্ভাবনা।

   
Advertisements

ঘূর্ণিঝড় আরব সাগরের তীরবর্তী মহারাষ্ট্র কেরল, গোয়ার উপকূল তছনছ করতে পারে বলে মনে করা হচ্ছে।