West Bengal: শীতের আমেজ কমতেই বৃষ্টির পূর্বাভাস, ভাসবে ২ জেলা

ঠান্ডার আমেজ উধাও হয়ে গিয়ে ফের গরম পড়েছে। এরই মধ্যে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুটি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি…

West Bengal: শীতের আমেজ কমতেই বৃষ্টির পূর্বাভাস, ভাসবে ২ জেলা

ঠান্ডার আমেজ উধাও হয়ে গিয়ে ফের গরম পড়েছে। এরই মধ্যে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুটি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নভেম্বরের প্রথম দু’দিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওই তিনদিন দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলার (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের তাপমাত্রার কোনও হেরফের হবে না। আপাতত যেমন তাপমাত্রা আছে, সেরকমই থাকবে তাপমাত্রা।