Weather: দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরে ফুঁসছে বিভিন্ন নদী

Weather:আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের ভারী বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গেও বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে চলেছে। দক্ষিণবঙ্গের…

weather-rain

Weather:আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের ভারী বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গেও বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে চলেছে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নেমে আসতে চলেছে তুমুল বর্ষণ। বাঁকুড়া জেলা জুড়ে হতে পারে ভারী বৃষ্টিপাত। এরসঙ্গেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা , হাওড়া, হুগলি বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ আশেপাশের বিভিন্ন জায়গায় হালকা বজ্র-বিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকদিন আবহাওয়ার রূপ থাকবে এমনই।

   

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বগামী। গরমের ফলে অস্বস্তিতে থাকবে দক্ষিণবঙ্গবাসী। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে জারি করা নেই কোনও সতর্কতা। অন্যান্য জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।