Weather: প্রবল বৃষ্টির পর শনিবার শান্ত ছিল দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে অস্বস্তিকর গরমে অবস্থা নাঝেহাল।রবিবার একই অবস্থা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। সোমবার থেকে ফের শুরু হবে বৃষ্টির দাপট। সপ্তাহের শুরুতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা বাংলা জুড়ে। সোমবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা। যদিও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়বে বৃষ্টি। তবে অস্বস্তিকর তাপমাত্রার পারদ বাড়বে। এরসঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। তবে দেখা মিলবেনা ভারী বৃষ্টির।
বুধবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামীকাল থেকে কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে টানা তিন দিন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস।