চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বদল ঘটছে বাংলার আবহাওয়া (Weather)-র। আজ বৃহস্পতিবারও তার ব্যতিক্রম ঘটল না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণবাতের প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বিক্ষিপ্ত থেকে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, যেহেতু এই ঘূর্ণাবর্তটি দীঘা ঘেঁষে তৈরি হয়েছে তাই দফায় দফায় বৃষ্টি হলেও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আর এটাই যা স্বস্তির। শুধু তাই নয়, ঘূর্ণাবর্তের পাশাপাশি একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যে কারণে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাইহোক, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
জানা গিয়েছে, আজ ৮ আগস্ট পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগণা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ উত্তরের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আলিপুরদুয়ার ছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আলিপুরদুয়ার জেলায় আজ অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে একটা লম্বা চওড়া বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন অনুসারে, হাওয়া অফিস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়েছে।