Tuesday, October 14, 2025
HomeBharatসাগরে ঘূর্ণাবর্তের জের, ১৫, ১৬, ১৭ আগস্ট কলকাতা সহ বহু রাজ্যে বৃষ্টি...

সাগরে ঘূর্ণাবর্তের জের, ১৫, ১৬, ১৭ আগস্ট কলকাতা সহ বহু রাজ্যে বৃষ্টি নামবে

নতুন করে আমূল বদলে যেতে চলেছে বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যের আবহাওয়া (Weather)। নতুন করে বিভিন্ন রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া দিয়ে আসছে বলে পূর্বাভাস জারি করল আইএমডি (IMD)। টানা বৃষ্টির জেরে নতুন করে বদলে যাবে দেশের আবহাওয়া। ভ্যাপসা গরম কাটিয়ে একটু স্বস্তিজনক বিরাজ করবে বলে জানা যাচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আর এর জেরেই আবহাওয়ার ব্যাপক মুড বদল হবে আবহাওয়ার বলে খবর।

Advertisements

আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে আইএমডির বিজ্ঞানী সোমা সেন জানিয়েছেন, “বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব রাজস্থান এবং গুজরাটের নিকটবর্তী অঞ্চলে ঘূর্ণাবর্তের কারণে, পূর্ব রাজস্থান, উত্তর ও মধ্য ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল ১৫ আগস্টওঁ ভারী বৃষ্টি চলবে উত্তর ও মধ্য ভারতের সমতল অঞ্চলগুলিতে। এরপর ১৬ অগাস্ট থেকে ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।”

Advertisements

এখন নিশ্চয়ই ভাবছেন যে বাংলার আবহাওয়া কেমন থাকবে? এই বিষয়ে আইএমডি জানাচ্ছে, বঙ্গোপসাগরের পাশাপাশি বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে। যার জন্য আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আবার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ১৭ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, ১৬ অগাস্ট পর্যন্ত দার্জিলিং ও কোচবিহার বাদে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments