রাতেই খেলা শুরু হবে আবহাওয়ার, ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

 এক নাগাড়ে হওয়া বৃষ্টিতে (Rainfall) বিপর্যস্ত হয়ে পড়েছে শহর কলকাতা শহর সমগ্র দক্ষিণবঙ্গের জনজীবন। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘরে হুহু করে জল ঢুকতে শুরু…

Thunderstorms and heavy rain, West Bengal will be drenched during the festivities due to the depression!

 এক নাগাড়ে হওয়া বৃষ্টিতে (Rainfall) বিপর্যস্ত হয়ে পড়েছে শহর কলকাতা শহর সমগ্র দক্ষিণবঙ্গের জনজীবন। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘরে হুহু করে জল ঢুকতে শুরু করেছে। জানা গিয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপে জেরে গত মঙ্গলবার দুপুরে পর থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে সর্বত্রই। এদিকে টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা, হাওড়া হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান, ঝড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। তবে এখানেই শেষ নয় আজকে রাত থেকেই ফের একবার আবহাওয়ার নতুন খেলা শুরু হবে বলে ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। 

 হাওয়া অফিসে তরফে জানানো হচ্ছে আজ শনিবার ও রবিবার মধ্যরাত থেকেই ব্যাপক বৃষ্টি শুরু হবে সেই সঙ্গে সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। বইবে ঝড়ো হাওয়াও। এরপর আগামীকাল রবিবার সকাল থেকে নতুন করে শুরু হবে আবহাওয়ার আসল খেলা। এদিকে যত সময় এগোচ্ছে ততই সমুদ্র উত্তাল হয়ে উঠছে সমুদ্র। যে কারণে আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

   

 আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন। সেইসঙ্গে আপৎকালীন পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডিভিসি থেকে কয়েক কিউসেক জল ছাড়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের উপরে থাকা অতি গভীর নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

রবিবার মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলাতেই এদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কালিম্পং জেলায়।