TET: প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেতে চলেছেন পুষ্পা!

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল। তা মেনেই ২০১৪ সালের টেট পাশ চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ তালিকা প্রকাশিত হতেই দেখা যায়, ১ লক্ষ…

puspa

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল। তা মেনেই ২০১৪ সালের টেট পাশ চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ তালিকা প্রকাশিত হতেই দেখা যায়, ১ লক্ষ ২৫ হাজার টেট (TET) উত্তীর্ণদের যে তালিকা পর্ষদ প্রকাশ করেছে যেখানে অধিকাংশ পরীক্ষার্থীর নাম এবং নম্বর দেওয়া রয়েছে, সেখানে অধিকাংশ জায়গা ফাঁকা বলেই জানা গেছে। আবার কোথাও পরীক্ষার্থীদের নামের জায়গায় লেখা পুষ্পা। 

ইতিমিধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই তালিকা। যদিও সেই তালিকা যাচাই করেনি কলকাতা ২৪x৭৷ চাকরি প্রার্থীদের কথায়, এভাবে ভুয়ো নাম ব্যবহার করা হয়েছে। মূলত এই সমস্ত নামের জায়গায় ফাঁকা রাখা হত৷ পরে নাম বদল করে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। কারোর কথায়, সাদা খাতা যারা জামা দিয়েছে, তাদের ক্ষেত্রে এই ধরনের নাম ব্যবহার করা হচ্ছে। 

list

শুক্রবার সাংবাদিকদের মখোমুখি হয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, কোর্টের নির্দেশে ২০১৪ ও ২০১৭ সালে টেট পাশ চাকরি প্রার্থীদের নম্বর দেওয়া রয়েছে। রিজার্ভ ক্যাটেগরিতে যে সমস্ত চাকরি প্রার্থীরা ৮২ পেয়েছেন তাঁরা পাশ বলে গণ্য হবেন। তিনি বলেন, রিজার্ভড ক্যাটেগরিতে ৭ হাজার জনের বেশি ৮২ পেয়ে পাশ করেছেন। আদালতের নির্দেশ হাতে পেতেই ২০১৪ সালের নম্বর প্রকাশ করা হয়েছে।

তিনি সেই দিনেই বলেন, তালিকায় বেশ কিছু রোল নম্বর আছে, কিন্তু তাঁদের নাম নেই, নম্বর আছে। সেটা হয়তো ভুল করে হয়েছে। তথ্য জোগাড় করতে পারিনি। পর্ষদের হাতে সমস্ত তথ্য না আসার কারণেই এই তালিকা প্রকাশ করা হয়েছে৷