Rainfall: ঝেঁপে বৃষ্টি আসছে, ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু

অকাল বৃষ্টিতে (Rainfall) ভাসছে একের পর এক রাজ্য। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। এক কথায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টির দেখা মিলছে। সেইসঙ্গে তো দোসর হয়েই রয়েছে…

অকাল বৃষ্টিতে (Rainfall) ভাসছে একের পর এক রাজ্য। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। এক কথায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টির দেখা মিলছে। সেইসঙ্গে তো দোসর হয়েই রয়েছে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। বিগত পরশু রাতে বৃষ্টি হওয়ার পর থেকে আচমকা যেন বাংলায় (West Bengal) ভ্যাপসা গরম অতটা টের পাচ্ছেন না মানুষ।

আজ সকাল থেকেই কিছুটা হলেও বাংলার আবহাওয়া (Weather) ঠান্ডা মতো, ফলে সকালে রাস্তায় বেরোতে শহরবাসী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য জেলাবাসীর বাড়ি থেকে বেরোতে সমস্যা হয়নি। যদিও আজ নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর মৌসম ভবন। আজ অর্থাৎ শনিবার থেকে শহর কলকাতা-সহ উপকূলবর্তী জেলা ও পার্শ্ববর্তী জেলা, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। 

তবে আপনি যদি ভেবে থাকেন এই বৃষ্টি শুধুমাত্র দক্ষিণবঙ্গ জুড়ে হবে, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হবে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলার এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ শনিবার কলকাতা (Kolkata)-সহ একাধিক জেলা যেমন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, দুই ২৪ পরগণা ইত্যাদি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় এ দিন বজ্রবিদ্যুৎ-সহ হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।