WB Primary: চাকরিপ্রার্থীদের পিঠে চাবুকের দাগ কেন? কী বলছেন তারা

প্রাথমিক (WB Primary) চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ ৫০০ দিন। নিয়োগের দাবিতে হাজার দিন পার করে রাস্তায় এসএলএসটি চাকরিপ্রার্থীরা। নজরে আসলো এক নির্মম দৃশ্য। মুখে কালি মেখে,…

প্রাথমিক (WB Primary) চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ ৫০০ দিন। নিয়োগের দাবিতে হাজার দিন পার করে রাস্তায় এসএলএসটি চাকরিপ্রার্থীরা। নজরে আসলো এক নির্মম দৃশ্য। মুখে কালি মেখে, পিঠে প্রতীকী চাবুক মেরে চাকরি চেয়ে চলছে আন্দোলন।

যেখানে বাংলায় বছরের পর বছর চাকরি প্রার্থীরা ধর্না করছে। সেখানে ভিন্ন রূপ ধরা পড়ল পড়শি রাজ্য বিহারে। সেখানে ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী শিক্ষক স্থায়ী হয়েছেন। কিন্তু বাংলায় মাসের পর মাস রাস্তায় চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের আর্জি, প্রয়োজনে দু’ঘা চাবুক মারুক সরকার। কিন্তু তাঁদের চাকরির ব্যবস্থা করা হোক।

এর আগে, নবম থেকে দ্বাদশ শ্রেণির এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে গত মাসেই বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সকলের প্রশ্ন ছিল, দুই ঘণ্টার বৈঠক শেষে তবে মিটল দীর্ঘদিনের জটিলতা ? পুরোপুরি না কাটলেও সরকারের তরফে ‘আশার আলো’ দেখতে পেয়েছেন এসএলএসটি আন্দোলনকারীর দল।

চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে যান সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এরপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘যাঁরা বাধা দিচ্ছেন , তাঁরাই আবার ধর্নামঞ্চে গিয়ে বিপ্লবী সাজছেন ! তাঁরা চাইছেন সেই ধর্নাগুলি চলুক, এবং সেই মঞ্চগুলিকে তাঁরা রাজনৈতিক কাজে ব্যবহার করবেন। কিন্তু আমাদের বক্তব্য, যাদের দোষে, এই ভূলগুলি হয়েছে, তাঁদের তদন্ত বিচার একটা পার্ট। কিন্তু চাকরির জটটা তো খুলতে হবে। যে ছেলেমেয়েগুলি এই কর্মপ্রার্থী হয়ে রয়েছে, সেই জটটা খোলার একটা প্রক্রিয়া চলছে। তার মধ্যে আইন একটা বড় ফ্যাক্টর হয়ে রয়েছে। ফলে আমরা আশাবাদী, অন্দোলনকারী এবং সরকারের মধ্য়ে একটা ঘনঘন কমিউনিকেশনের মধ্যে দিয়ে অদূর ভবিষ্যতে এই জটটা কাটবে।’

ধর্নামঞ্চ থেকে আন্দোলনকারীরা দাবি করেছেন, ” আজ আমরা এতদিন যাবত ধর্নারত। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের যেন নিয়োগ করা হয়। আমাদের নিয়োগ করা হচ্ছে না তাই আমরা মুখে কালি মেখে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে ফের আন্দোলনে সামিল হয়েছি।