১০ জুলাই উপনির্বাচন, কোথায় এগিয়ে কে? দেখুন লোকসভা ভোটের নিরিখে ৪ বিধানসভার ফল

১০ জুলাই রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন (WB Bypoll)। রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলা। একুশের বিধানসভা ভোটে এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রেই জিতেছিল বিজেপি…

১০ জুলাই রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন (WB Bypoll)। রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলা। একুশের বিধানসভা ভোটে এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রেই জিতেছিল বিজেপি (রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ)। কেবলমাত্র মানিকতলায় ঘাসফুল ফোটে। রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জের বিধায়করা তৃণমূলে যোগদানের কারণে পদত্যাগ করায় এই তিন কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

অন্যদিকে সাধন পাণ্ডে মৃত্যুর জেরে মানিকতলা আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল। কিন্তু আদালতে মামলার কারণে এই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সম্প্রতি আদালত উপনির্বাচনে নির্দেশ দিলে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। চারটি কেন্দ্রই দখল করতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে চার কেন্দ্রে পদ্ম ফোটানোর গুরুদায়িত্ব শুভেন্দু-সুকান্তর ওপর।

   

২০২৪ এর লোকসভা ভোটের বিধানসভাওয়ারি ফলাফলের নিরিখে তিনটি আসনেই বিপুল মার্জিনে এগিয়ে রয়েছে বিজেপি। আসনগুলি হল – রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ। কেবলমাত্র মানিকতলায় সামান্য ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

উপনির্বাচনে আগে বিজেপিতে বিরাট ভাঙন, দল ছাড়লেন বহু কর্মী

লোকসভা ভোটের নিরিখে কোন বিধানসভা পরিস্থিতির আসনের কী পরিস্থিতি

রায়গঞ্জ – একুশের নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ৯৩৪০২। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৪৬৬৬৩ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ১৪৪৭৭ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৪৬ হাজারেরও বেশি।

রানাঘাট দক্ষিণ – একুশের নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রানাঘাট বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১২৩৫৬৮। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮৬৬৩২ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ২১২১৯ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৩৬ হাজারেরও বেশি।

সীমান্তজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি পাচার! ‘অভিযুক্ত’ মোদীর মন্ত্রী শান্তনু ঠাকুর

বাগদা – একুশের নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১১২৭০৪। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৯২০৯০ ভোট। আর আইএসএফের দখলে গিয়েছে ১৮১১ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ২০ হাজারেরও বেশি।

মানিকতলা – একুশের নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয় পান তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তাঁর মৃত্যুতে এই আসন বিধায়কশূন্য হয়েছে। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ৬২৩৮৯। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৬৬৯৬৪ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ৯৪২১ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে তৃণমূলের লিড মাত্র ৩ হাজার।

Post Poll Violance: ভয়ঙ্কর কাণ্ড সোনারপুরে! স্ত্রী,পুত্র সহ বিজেপি কর্মী কে কোপালো দুষ্কৃতীরা