রবিবার ভোরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে (Cyclone Michaung) ঘূর্ণিঝড় মিগজাউম। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত দক্ষিণ ভারতে পড়বে। কিছুটা প্রভাব পড়বে ওড়িশাতেও। পশ্চিমবঙ্গের উপর কোনও প্রত্যক্ষ প্রভাবই পড়বে না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হবেনা। তাছাড়া আলাদাভাবে কোনও সতর্কতা জারি করা হয়নি।
সম্ভাব্য ঘূর্ণিঝড় মিগজাউম অনেক দূরে থাকায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা (২১ ডিগ্রি সেলসিয়াস)। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।
আপাতত সেরকম কোনও আশার খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। বরং এখন যেমন বেশ গরম-গরম অনুভূতি হচ্ছে, বুধবার পর্যন্ত সেরকমই থাকবে আবহাওয়া। যতদিন ঘূর্ণিঝড়ের প্রভাব আছে, ততদিন পারদ পতনের সম্ভাবনা নেই।