সবজি বাজারের উত্তাপে দিশেহারা ক্রেতা থেকে বিক্রেতা

দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজোতেও পকেটে পরেছে টান। কারণ টাকা শেষ হলেও বাজারের ব‌্যাগ ভর্তি হচ্ছে না। আনাজের দামে (Vegetable Price) চোখে জল আমজনতার। বাজারে…

Vegetables সবজি বাজারের উত্তাপে দিশেহারা ক্রেতা থেকে বিক্রেতা

দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজোতেও পকেটে পরেছে টান। কারণ টাকা শেষ হলেও বাজারের ব‌্যাগ ভর্তি হচ্ছে না। আনাজের দামে (Vegetable Price) চোখে জল আমজনতার। বাজারে গেলেই রীতিমতো চমকে উঠতে হচ্ছে। বাজারে সব্জি হোক বা ফল-ফুল, সবের দামই নাগাল ছাড়িয়েছে গ্রাহকদের।

বন‌্যার কারণে প্রায় সমস্ত চাষের জমি নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে প্রায় আনাজ থেকে শুরু করে ফলের দামে ঝাঁঝ মধ‌্যবিত্তের। চলতি বর্ষার পর থেকে কমছে না সব্জি(Vegetable Price0 সহ ফল-মূলের দাম। পুজো আসতেই  সেই দাম আরও বৃদ্ধি পেয়েছে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স বাজার পরিদর্শনে বের হবার পরেও দাম নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। 

   

কালীপুজো ও ভাইফোঁটার আগেই ফের বাড়ছে আনাজের দাম(Vegetable Price)৷ খুচরো বাজারে আলু প্রতি কেজি ৪০ টাকায় পাওয়া গেলেও টমেটোর দাম(Vegetable Price) কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। পেঁয়াজের দামও কেজি প্রতি ৬০ টাকা। এমন পরিস্থিতিতে দেশের মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলেছে এই তিনটি সবজি(Vegetable Price)। এমনিতেই গত দু-একদিন ধরে সবজির বাজারে দাম(Vegetable Price) চড়া ৷

এর ফলে অগত্যা পুজোর বাজারে বেরিয়ে লম্বা চওড়া লিস্টে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন বেশিরভাগ মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই একই রকম চিত্র।বুধবার বালুরঘাট শহরের বাজার গুলি সহ জেলার অনান্য বাজার গুলিতে আলু ৩০ থেকে ৩৫ টাকা কেজি, বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজি, ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা কেজি(Vegetable Price)।

পটল ৪০ টাকা থেকে ৪৫ টাকা কেজি, ঝিঙা ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি, মুলো ৮০ থেকে ১০০ টাকা কেজি, মিষ্টি কুমড়ো ৪০ থেকে ৫০ টাকা কেজি, বটবটি ৮০ টাকা কেজি, ছিম ১৫০ টাকা কেজি, টম্যাটো ১২০ টাকা কেজি।

পাশাপাশি  আপেল ২০০ টাকা থেকে ২৫০ টাকা কেজি, তরমুজ ৫০ টাকা কেজি,কলা ৭ টাকা পিস, ছোট ডাব ৪০ টাকা বড় ডাব ১০০ টাকা পিস, আঙ্গুর ৩০০ টাকা কেজি, (Vegetable Price)ন্যাশপাতি ৩০০ টাকা কেজি, শসা ৯০ টাকা কেজি। ছোট পদ্ম ফুল ৩০ টাকা পিস বড় পদ্মফুল ৬০ টাকা পিস, গাঁদা ফুল ১৫০ টাকা কেজি।