Kolkata: রাজ্যের তিন হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রকের দেবে বড় অনুদান

রাজ্যের তিন মেডিকেল কলেজ ও হাসপাতালকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বীকৃতি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় স্বাস্থ্য মিশনের ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামে’ “মুসকান” এবং “লক্ষ্য”…

রাজ্যের তিন মেডিকেল কলেজ ও হাসপাতালকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বীকৃতি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় স্বাস্থ্য মিশনের ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামে’ “মুসকান” এবং “লক্ষ্য” প্রকল্পে সার্টিফিকেট পেল রাজ্যের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বি সি রায় শিশু হাসপাতাল। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠিতে এ বিষয়ে জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এল এস চাংসান।

রাজ্যের স্বাস্থ্য কর্তাদের বক্তব্য, “মুসকান” প্রকল্পতে সদ্যজাত শিশু থেকে ১২ বছর বয়সী শিশুদের চিকিৎসা করতে হাসপাতাল কী ধরনের পরিকাঠামোগত ব্যাবস্থা নিয়েছেন সেটা দেখা হয়। মূলত দেখা হয় সিক নিউবর্ন কেয়ার ইউনিট (এস এন সি ইউ), পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পি আই সি ইউ), নিউট্রেশন রিহ্যাবিলিটেশন সেন্টার (এন আর সি) সহ ইনডোর, আউটডোর পরিষেবা এবং পরিকাঠামো। আর এতেই কেন্দ্র স্বীকৃতী দিয়েছে রাজ্যের আর জি কর, এন আর এস এবং বি সি রায় শিশু হাসপাতালকে। প্রতিটি হাসপাতাল কে ১ বছরের জন্য দেওয়া হয়েছে সার্টিফিকেট।

   

অন্যদিকে লক্ষ্য কর্মসূচি চালু হয় ২০১৯ সালে। এই প্রকল্পে দেখা হয় প্রসূতির জন্য লেবার রুম, মেটার্নিটি অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা থেকে পরিকাঠামো সবই। আর এতেই স্বীকৃতী এসেছে আর জি কর এবং এন আর এস মেডিক্যাল কলেজের।

কেন্দ্রের এই সার্টিফিকেট ‘মুসকান’ প্রকল্পে এন আর এস ৯৭%, আর জি কর ৯৬% এবং বি সি রায় শিশু হাসপাতাল পেয়েছে ৮৯% সাফল্য পেয়েছে। অন্যদিকে, মুসকান এবং লক্ষ্য এই দুটি কর্মসূচিতে এন আর এস ৯৩% এবং ৯১% এবং আর জি কর হাসপাতাল দুটি কর্মসূচিতেই ৯২% নম্বর পেয়েছে। রাজ্যের এই তিন হাসপাতালের সাফল্যের ফলে পরিকাঠামোগত ভাবে হাসপাতাল গুলির আরও উন্নয়নের জন্য কেন্দ্রের থেকে কয়েক লাখ টাকা অনুদান পাবেন।