কলকাতায় আনফিট সরকারি বাস চলে, হাইকোর্টে জনস্বার্থ মামলা

মহানগর কলকাতার রাস্তায় একের পর এক দুর্ঘটনার কারণে পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছিল বাসের ফিটনেস না দেখে কোনওভাবে রাস্তায় চালানো যাবে না। এবার সেই বিষয়…

মহানগর কলকাতার রাস্তায় একের পর এক দুর্ঘটনার কারণে পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছিল বাসের ফিটনেস না দেখে কোনওভাবে রাস্তায় চালানো যাবে না। এবার সেই বিষয় নিয়েই হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা।

অভিযোগ, সরকারি বাসের ফিটনেস সার্টিফিকেটে গলদ, গাড়ির কাগজপত্রও ঠিক থাকে না। শুক্রবার কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয়েছে, রাস্তায় যে সরকারি বাস চলছে তার মধ্যে অধিকাংশেই ‘আনফিট’, কোনও ফিটনেস সার্টিফিকেট নেই।

জানা গিয়েছে, সরকারি বাসগুলির কোনও ইন্সুরেন্স পর্যন্ত নেই। কোনওরকম দূষণ সংক্রান্ত সার্টিফিকেটও নেই। বেশিরভাগ সরকারি বাসই রাস্তায় চলার অযোগ্য। কিন্তু তাতে পুলিশের কোনও হেলদোল নেই। সরকারি বাস বলেই পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। যার ফলে দুর্ঘটনা বাড়ছে।

সম্প্রতি কলকাতার রাস্তায় বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নিয়েছেন ফিটনেস সার্টিফিকেট দেখাতে হবে তবেই রাস্তায় বাস চলতে পারবে। অভিযোগ, সরকারি বাস নিয়ে কোনও প্রশ্ন তোলেনি পরিবহণ দফতর।