Accident: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু দুজনের

  বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো দুজনের। একজন গুরুতর আহত বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার শালতোড়া থানার জহরবোনা গ্রামে। একটি সংবাদমাধ্যমের খবরের…

accident

 

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো দুজনের। একজন গুরুতর আহত বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার শালতোড়া থানার জহরবোনা গ্রামে।

একটি সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সকালে শালতোড়া থেকে মধুকুন্ডার দিকে একটি খালি লড়ি যাচ্ছিল। কিন্তু সেই লড়ি আচমকাই শালতোড়া থানার জহরবোনা গ্রামের কাছে লরিটি আচমকা নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং পিষে দেয় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পথচারী। অপর দুজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্য একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গিয়েছে।

Advertisements

ঘটনার পরেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পরে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরেই রাস্তা অবরোধ করে বলে জানা গিয়েছে। তাঁদের দাবী চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রনের চেষ্টা করেন।