‘ডেড বডি চাই…’ নবান্ন অভিযান নিয়ে ভয়ঙ্কর ভিডিও বার্তা! গ্রেফতার দুই বিজেপি নেতা

নবান্ন অভিযান অবৈধ। পুলিশের অনুমতি না নিয়ে অভিযানের কর্মসূচি নিয়েছে প্রতিবাদীরা। সোমবার এই বার্তাই দিয়েছে কলকাতা পুলিশ। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে বাম-বিজেপি ‘শকুনের রাজনীতি’…

two Bjp leaders arrested for unpleasent comment over nabanya abhiyan on tuesday

নবান্ন অভিযান অবৈধ। পুলিশের অনুমতি না নিয়ে অভিযানের কর্মসূচি নিয়েছে প্রতিবাদীরা। সোমবার এই বার্তাই দিয়েছে কলকাতা পুলিশ। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে বাম-বিজেপি ‘শকুনের রাজনীতি’ করছে বলে দাবি করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাশাপাশি এদিন একটি ভিডিও চালিয়ে দেখানো হয়, সেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি বলছেন, “রাজনীতি করার জন্য বডি চাই বডি, ২৭ তারিখ দেহ পড়বে।” কুণাল বলেন, “গণ্ডগোল পাকাতে, ডেডবডি চাই? এই জিনিস হতে দেব না আমরা।”

নবান্ন অভিযানের ডাক বেআইনি, বড় হুঁশিয়ারি মমতার পুলিশের

   

আর এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। নড়েচড়ে বসে পুলিশ। তারপর সেই ভিডিওর সূত্র ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিয়োয় তাঁদের দেখা গিয়েছে। বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর। অন্যজন বিপ্লব মাল। তিনি চন্দ্রকোনা-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি।

দুই বিজেপি নেতাকে জেরা করে তাঁদের পরিকল্পনা জানার চেষ্টা করছে পুলিশ। দুই নেতাকে আটক করে দলকে বদনাম করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “তৃণমূল এবং পুলিশ এক হয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে।”

আরজি কর ধর্ষণ-খুনে অভিযুক্ত সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টে কী বলল?

এদিন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা বলেন, “নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশি অনুমতি লাগবে। অন্য কোথাও কর্মসূচি করতে চাইলে অনুমতি মিলবে। ভিড়ের মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা দুস্কৃতীদের। সাধারণ মানুষ যাতে এই কর্মসূচি বা জমায়েত এড়িয়ে চলে। প্রতিবাদীরা কোনও তথ্যই জানায়নি পুলিশকে। সুতরাং এটা অনৈতিক।”

পাশাপাশি এডিজি আইনশৃঙ্খলা দঃবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, এই অভিযানে মহিলা-ছাত্রদের সামনে রেখে পেছন থেকে দুষ্কৃতীরা উস্কানিমূলক কাজ করবে যাতে পুলিশ প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই অভিযান নিয়ে ভাইরাল পোস্ট ঘুরছে। আমরা সেগুলি চিহ্নিত করার চেষ্টা করছি। এই ধরনের উস্কানিতে পা দেবেন না।

কলকাতায় ভয়বহ জাহাজডুবি, উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার ১১!

নবান্ন অভিযানের ঠিক আগের দিন রাজ্যের পুলিশ-প্রশাসনের এই ‘পর্দাফাঁস’ বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।