Nusrat Jahan: জেরার পর গ্রেফতার? সাংসদ নুসরতকে নিয়ে তৃণমূলে উদ্বেগ

কতক্ষণ জেরা হবে জানা নেই। দীর্ঘ জেরা হবে ধরে নিয়েই বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat jahan) হাজিরায়। তাকে জেরার পর গ্রেফতার করা হবে নাকি…

Nusrat Jahan: জেরার পর গ্রেফতার? সাংসদ নুসরতকে নিয়ে তৃণমূলে উদ্বেগ

কতক্ষণ জেরা হবে জানা নেই। দীর্ঘ জেরা হবে ধরে নিয়েই বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat jahan) হাজিরায়। তাকে জেরার পর গ্রেফতার করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে তা নিয়ে তীব্র চর্চা। কোটি কোটি টাকার ফ্ল্যাট বিক্রি প্রতারণা অভিযোগে জড়িয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরত।

নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতির নিয়ে ইডি যখন তদন্ত চালাচ্ছে। এর মাঝেই ফ্ল্যাট দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের। মঙ্গলবার তাকে তলব করেছে ইডি। গড়িয়াহাটের একটি রিয়াল এস্টেট সংস্থার বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ ওঠে। ফ্ল্যাট দেওয়ার নাম করে বহু ব্যাঙ্ক কর্মীর থেকে ২৪ কোটি টাকার প্রতারণা ওঠে সংস্থাটির বিরুদ্ধে। ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে ওই সংস্থার সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের চুক্তি হয়। ফ্ল্যাট দেওয়ার নামে ৫০০ জনের কাছ থেকে টাকা নেয় ওই সংস্থা। এই সংস্থারই ডিরেক্টর হিসাবে ২ বছরেরও বেশি সময় ছিলেন নুসরত জাহান। প্রতারিতরা সাংসদ নুসরতের নাম করেই টাকা নেওয়ার অভিযোগ জানান ইডির দফতরে। সেই অভিযোগের ভিত্তিতেই ডাক পড়েছে।‌

তৃণমূল সাংসদ সৌগত রায় ইডির এই তলব প্রসঙ্গে বলেন, “প্রতারণার বিরুদ্ধে যে আইনের ধারা, সেই আইনের ধারায় সিআইডি তদন্ত করতে পারে, ইডি তদন্ত করতে পারে। এগুলো কিছু না দেখেই ইডি সোজা সমন করে লোককে।” বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, “তলব তো করছে। কিন্তু যারা প্রতারিত, তাঁরা তো অবসরপ্রাপ্ত লোকজন। তারা সারা জীবনের সঞ্চয় এদের হাতে তুলে দিয়েছেন। সাড়ে ৫ লক্ষ টাকা করে যে আগাম নিয়েছে, সেগুলি ফেরত দিতে হবে। ইডি সে ব্যবস্থা করুক।”

Advertisements

উল্লেখ্য,‌ নুসরতের আগে তলব করা হয় এই সংস্থার অন্যতম ডিরেক্টর রাকেশ সিংকে। রাকেশের থেকে চুক্তি-সহ অন্যান্য তথ্য নিয়েই নুসরতের মুখোমুখি হতে চেয়েছিলেন তদন্তকারীরা। এই সংস্থার আরেক ডিরেক্টর রূপলেখা মিত্রকেও বুধবার ডেকেছে ইডি। তিনি জানিয়েছেন, নথি জোগাড়ে সময় চান। ফলে বুধবার হাজিরা দিতে আসছেন না।