শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে নিয়োগ দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস সরকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) ৩০ ঘন্টা ধর্না শুরু। কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কন্ঠরোধের অভিযোগে বুধবার থেকে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বু়ধবার থেকে টানা ৩০ ঘন্টা ধরে চলবে তাঁর এই ধর্না। বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে মাল্যদান করে অবস্থান কর্মসূচি শুরু করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কাজে যাতে না কোনও অসুবিধা হয় সেজন্য একটি ছোট অফিসের ব্যবস্থা করা হয়েছে।
জেলায় জেলায় একই দাবিতে ধর্না কর্মসূচি জারি রাখবেন তৃণমূলের নেতারা। দিল্লিতেও গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পঞ্চায়েত নির্বাচনে নির্ঘন্ট ঘোষণার আগেই জনমত আদায় করতে অভিনব কর্মসূচি শুরু করলেন তৃণমূল সুপ্রিমো।