বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। আর তারপরেই তৃণমূলের পক্ষ থেকে বেনজির আক্রমণের স্বীকার হতে হয়েছে তাঁকে। ৭ মার্চ দুপুরে প্রেস কনফারেন্স করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেন কল্যাণ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে কুণাল ঘোষও তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ বাবুর এই যোগদান বেশ ইঙ্গিতপূর্ণ। আগামী দিনে বিজেপির টিকিটে তিনি ভোটে দাঁড়াবেন বলেই মনে করা হচ্ছে। কিন্তু তিনি কি আদৌ জয়ী হবেন? এই নিজে সংশয়ী অনেকে। কেননা অভিজিৎ বাবুর ‘ইমেজ’ নষ্ট হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে।
তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় বলেন, “যে দু’চারজন মানুষের বিশ্বাস ভরসা এসেছিল সেটা আপনি যে পোস্টে ছিলেন তার জন্য। আপনি নিজের সম্মান নষ্ট করে বিচারব্যবস্থাকে অসম্মান করলেন। এর দায় আপানকে নিতে হবে।”
প্রাক্তন বিচারপতির রাজনৈতিক দলে যোগ দেওয়াকে প্রায় কেউই ভালো চোখে দেখেননি। তাঁর বিচার নাকি নীরবে নিভৃতে কাঁদে– এমন মতও ব্যক্ত করেছেন কেউ কেউ। কঠোর রায় দিয়ে তিনি চাকরিপ্রার্থীদের কাছে হয়ে উঠেছিলেন ‘ভগবান’। তাঁর সেই ইমেজ এখন কি কিছুটা ম্লান হলে গেল? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।