সপ্তাহের দ্বিতীয় দিনে ফের রেল বিভ্রাটের মুখে যাত্রীরা। এ যেন প্রতিদিনের রোজনামচা হয়ে গিয়েছে! রেল বিভ্রাট আজাকাল একদম জলভাত হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে প্রায় এক ঘণ্টার অপরে বন্ধ থাকল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। রেল সূত্রে খবর জানা গিয়েছে , সিগন্যাল সংক্রান্ত সমস্যার কারণেই প্রায় ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল।
স্বাভাবিক ভাবেই সপ্তাহের দ্বিতীয় দিনে এই সমস্যার কারণে অনেক যাত্রীরাই সমস্যায় পড়ে। শিয়ালদহ দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়তে পারেনি প্রায় এক ঘণ্টার অপরে। পৌনে তিনটে নাগাদ আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
শিয়ালদা ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দক্ষিণ শাখা। দিনভর প্রচুর মানুষের যাতায়াত এই লাইনে। বজবজ লাইন হোক বা ক্যানিং শাখা, সারাদিনই প্রচুর মানুষের যাতায়াত চলতেই থাকে। কিন্তু এই রকম বিভ্রাটে যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কিছুদিন আগে দমদমে ইন্টারলকিং-এর কাজে দুদিন ট্রেন চলাচল ব্যহত হয়েছিল। তারপরে দোলের দিন বহু ট্রেন বাতিল করা হয় তারপরে আজকে এই বিভ্রাট স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন অনেকে।