Loksabha election 2024:ভোটের প্রচারে বেরিয়ে টোটো দুর্ঘটনায় আহত তৃণমূলকর্মী, শোরগোল চন্দ্রকোণায়

লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। টোটো উলটে গুরুতর জখম হলেন চার তৃণমূল কর্মী। যার মধ্যে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা…

toto accident

লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। টোটো উলটে গুরুতর জখম হলেন চার তৃণমূল কর্মী। যার মধ্যে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে প্রচারে যাওয়ার পথে হঠাৎই উল্টে যায় তৃণমূল কর্মী সমর্থকদের টোটো গাড়ি। দ্রুত আহতদের উদ্ধার করা হয় এবং তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজনের অবস্থা গুরুতর থাকায় তাঁকে ঘাটার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় প্রচার করছেন আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালী বাগ, সঙ্গে ছিলেন চন্দ্রকোণা বিধায়ক অরূপ ধাঁড়া। সোমবার সকালে প্রচারে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যান চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাঁড়া।

Advertisements

যদিও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী টোটো নির্দিষ্ট গতিতেই যাচ্ছিল। কিন্তু যেতে যেতে হঠাৎ কী করে সেটা উল্টে গেল সেই নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকে মনে করছেন প্রয়োজনের তুলনায় বেশি যাত্রী থাকার কারণে এমনটা হতে পারে। আবার অনেকে মনে করছেন রাস্তায় গর্ত থাকার জন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে।