Apple’s Mega Plan: অ্যাপলের পরিকল্পনায় চাকরি পেতে চলেছে প্রায় ৫ লাখ ভারতীয় কর্মী

চিন থেকে সরে অ্যাপলের উৎপাদনের ফোকাস এখন ভারতে। বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি এখন ভারতে লাখ লাখ চাকরি দেওয়ার পরিকল্পনা (Apple’s Mega Plan) করেছে। সেই…

Apple Jobs for Indian

চিন থেকে সরে অ্যাপলের উৎপাদনের ফোকাস এখন ভারতে। বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি এখন ভারতে লাখ লাখ চাকরি দেওয়ার পরিকল্পনা (Apple’s Mega Plan) করেছে। সেই চাকরির পরিমান প্রায় ৫ লাখ। আইফোন উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, এই নিয়োগ হবে আগামী ৩ বছরে।

অ্যাপল সংস্থা এদেশে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ লোককে নিয়োগ করেছে। দেশে অ্যাপলের হয়ে দুটি প্ল্যান্ট চালায় টাটা গ্রুপের টাটা ইলেকট্রনিক্স। তারাই বেশি সংখ্যক নিয়োগ করে। কোম্পানির এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ভারতে নিয়োগের ক্ষেত্রে কোম্পানি দ্রুত কাজ করতে চাইছে। যদিও এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে অ্যাপলের তরফে এনিয়ে মুখ খোলা হয়নি। তবে এক রিপোর্ট থেকে জানা গেছে , আগামী তিন বছরে দেশে অ্যাপলের উৎপাদন ও সরবরাহ সেক্টরে কোম্পানি আগামী ৩ বছরে প্রায় ৫ লাখ লোককে চাকরি দিতে পারে।

পাশাপাশি দেশে অ্যাপলের উৎপাদন দিনদিন ক্রমশই বাড়ছে। আগামী চার-পাঁচ বছরে ভারতে উৎপাদন পাঁচ গুণেরও বেশি বাড়িয়ে ৪০ বিলিয়ন ডলার করার পরিকল্পনা নিয়েছে এই কোম্পানি। যা ভারতীয় মুদ্রায় হয় প্রায় ৩.৩২ লাখ কোটি টাকা।

এছাড়া অ্যাপল নিজেদের প্রোডাক্টের ক্ষেত্রে চায়না প্লাস ওয়ান পলিসি’ চালু করেছে। চিনে কোম্পানির সবচেয়ে বেশি উৎপাদন হলেও, যাতে কোনও একটি জায়গার উপর নির্ভরশীল থাকতে না হয়, সেই কারণে ইউরোপীয় ও মার্কিন কোম্পানিগুলো চিনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী অন্য দেশেও নিজেদের বিস্তার করেছে। যদিও অ্যাপলের ক্ষেত্রে চিনেই এখনও সবচেয়ে বেশি আইফোন উৎপাদন হয়।

দেশে অ্যাপল কর্মীদের জন্য বাড়িও বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। কোম্পানির তরফে জানানো হয়েছে, সেই সকল কীর্মীদের জন্য প্রায় ৭৮,০০০ বাড়ি বানিয়ে দেওয়া হবে। যারমধ্যে ৫৮,০০০ বাড়ি তৈরি হবে তামিলনাড়ুতেই। এই বাড়ি তৈরি হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায়। বাড়ি তৈরির খরচের ১০ থেকে ১৫ শতাংশ টাকা দেবে কেন্দ্র সরকার ও বাকি টাকা দেবে রাজ্য সরকার ও প্রাইভেট কোম্পানি। এই ভাবনা সমগ্র দেশের অর্থনৈতিক ভীতকে সুগঠিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।