Loksabha election 2024: কমিশনে অভিযোগের পাহাড়, জেনে নিন এখনও পর্যন্ত অভিযোগ সংখ্যা

লোকসভা ভোটের তৃতীয় দফা ভোট শুরু হতেই একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে চারটি লোকসভা ভোটের বিভিন্ন কেন্দ্র থেকে। কোথাও বোমাবাজি আবার কোথাও ভোটারকে…

Voter List

লোকসভা ভোটের তৃতীয় দফা ভোট শুরু হতেই একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে চারটি লোকসভা ভোটের বিভিন্ন কেন্দ্র থেকে। কোথাও বোমাবাজি আবার কোথাও ভোটারকে ভোটদানের বাঁধা। কোথাও আবার এজেন্টকে না বসতে দেওয়ার অভিযোগ! মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম  ছুটে বেড়ালেন এক বুথ অন্য বুথে। অভিযোগ শুনলেন গ্রামবাসীদের। আবার কোথাও বিজেপির প্রার্থীকে সংবাদমাধ্যমের সামনে ধাক্কা দেওয়ার অভিযোগ। একের পর এক অভিযোগে কমিশন যেন অভিযোগের পাহাড়ে পরিণত হলো।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে চার কেন্দ্র মিলিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট ১৮২টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ৯৯টি। যার মধ্যে সিপিএমের অভিযোগ সব থেকে বেশি, ৭৩টি। কংগ্রেস ১২টি এবং তৃণমূল এবং বিজেপি ২টি করে অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন শুরুর মাত্র তিন ঘণ্টার মধ্যে এত অভিযোগ জমা পড়লে বিকেল অবধি এই অভিযোগ কোথায় গিয়ে থামে সেটাই দেখার।

   

অন্যদিকে রাণীনগর থেকে বোমাবাজির খবর পাওয়া গিয়েছে। তৃণমূল কর্মীর বাড়ির সামনে বোমা পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে কিউআর টিম।  এই ঘটনায়  এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল থেকে মুর্শিদাবাদ থেকেই সবচেয়ে বেশি গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে। ভোটের দিন সকালে কংগ্রেস নেতার বাড়িতেও বোমাবাজির ঘটনা ঘটেছে।