আজ সোনা কিনতে যাবেন বলে ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে দেখে নিন আজকে কী থাকছে কলকাতার বাজারমূল্য। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার মূল্য ৬৫৭৫টাকা আবার অপর দিকে ২৪ ক্যারেটের ১গ্রাম সোনার মূল্য ৭১৭৩টাকা। অর্থাৎ গতকাল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার মূল্য ছিল ৬৫৬৫টাকা আর অন্যদিকে ২৪ ক্যারেটের ১গ্রাম সোনার মূল্য ছিল ৭১৬২ টাকা।
গতদিনের দশ দিনের বাজারের দর যদি দেখা যায় তাহলে প্রতিদিন খু ব সামান্য পরিমাণ হলেও সোনার দাম বাড়ছে। গত ১ এপ্রিল থেকে সোনার দাম প্রায়ই প্রতিদিন বেড়েছে। তবে সোনার দামে যে খুব বেশী হেরফের হয়েছে এমনটাও নয়।
আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার মূল্য ৫৩৮০টাকা, ৮গ্রাম সোনার মূল্য ৪৩,০৪০ এবং ১০ গ্রাম সোনার মূল্য ৫৩, ৮০০টাকা। ২২ ক্যারেটের ৮ গ্রাম সোনার মূল্য ৫২, ৬০০ এবং ১০ গ্রামের দাম ৬৫, ৭৫০। অপরদিকে ২৪ ক্যারেটের ৮ গ্রাম সোনার মূল্য ৫৭, ৩৮৪ এবং ১০ গ্রামের দাম ৭১, ৭৩০।