ভালোবাসার সপ্তাহে মেঘ-রোদের লুকোচুরি, কবে বদলাবে আবহাওয়া?

কলকাতা: ফের আবহাওয়ায় বদল বঙ্গে৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা৷ তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে৷ সেই সঙ্গে এখন…

কলকাতা: ফের আবহাওয়ায় বদল বঙ্গে৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা৷ তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে৷ সেই সঙ্গে এখন মাঝেমধ্যেই অস্বস্তিকর আবহাওয়া ভোগাচ্ছে৷ তবে ভালোবাসার এই সপ্তাহে বা ১৪ ফেব্রুয়ারি কেমন থাকবে তাপমাত্রা৷

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন এমনই খামখেয়ালি আবহাওয়া থাকবে৷ কখনও মেঘলা আকাশ, আবার কখনও ঝলমলে রোদ উঠবে৷ শীত আর আসর জমাতে পারবে না শহরে৷ তবে বসন্ত আসার আগে আবহাওয়ায় বড় বদল আসতে পারে৷ অর্থাৎ প্রেম দিবস পার না হলে আবহাওয়ার মতি নাকি থিতু হবে না৷ আগামী তিন থেকে চার দিন নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷

বুধবার থেকে শুষ্ক থাকবে শহর কলকাতার আবহাওয়া৷ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি৷ এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন সামান্য কমবে তাপমাত্রা৷ শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ ১০ তারিখ থেকে ফের বাড়বে তাপমাত্রা৷ ধীরে ধীরে কার্যত শীত হবে উধাও৷ অন্যদিকে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা৷ সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷

ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা৷ তাই সপ্তাহের শেষে সাময়িকভাবে ফিরতে পারে ঠান্ডা৷ কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে৷ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি৷