তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন’ সভার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেল একের পর এক বিশেষ চমক। বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক দিয়েই ২০২৪ -এর লোকসভা ভোটের জন্য সুর বেঁধে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপির আনা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় নেতৃত্বের।
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনও রাজনৈতিক দলের সভায় এর আগে এমন মঞ্চ দেখা যায়নি আগে। এমন সভার আয়োজনও দেখা যায়নি। এ দিনের ব্রিগেড-সভা থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য এ রাজ্যের ৪২টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণায় বিশেষ চমক ছিল দেখার মত।দলনেত্রীর সঙ্গে সভার ব়্যাম্প-মঞ্চে পা মেলালেন ভোটের সব প্রার্থীরা। এর আগে এ দিনের সভায় অবশ্য বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হয় বাংলার প্রতি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনা, অপমানের বিষয়গুলি। আগামী লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের এই সুর বেঁধে দেওয়ার ক্ষেত্রেও চমকের অভাব ছিল না। এই সুরের প্রকাশ অবশ্য এ দিন দেখা গিয়েছে শহরের বিভিন্ন স্থানজুড়ে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। ২০২৪-এর লোকসভা ভোটের ময়দানে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি এই দুর্নীতিকে হাতিয়ার করছে বলে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই প্রচার শুরু করা হয়েছে। গত পাঁচ বছরে আমাদের থেকে দিল্লির জমিদাররা চার লক্ষ ৬০ হাজার কোটি টাকা কর হিসাবে নিয়ে গিয়েছে। অথচ আমাদের হকের এক লক্ষ ৬০ হাজার কোটি টাকা বাংলায় হারার প্রতিশোধ হিসেবে আটকে রেখেছে।
বিবিধের মধ্যে ঐক্য ও বৈচিত্র্যে ভরা এই দেশ, এই রাজ্য। অথচ, সর্বধর্ম সমন্বয় ও বহুত্ববাদের পীঠস্থান এই বাংলায় বিদ্বেষী আচরণ, লাগাতার হিংসা ও ঘৃণার বীজ বিজেপি বপন করে চলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের বিভিন্ন অংশের তরফেও বলা হচ্ছে। এই অবস্থায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার ‘বাংলা বিরোধীদের বিসর্জন’ অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের এক অংশ।
বারংবার এ ভাবেই বিজেপির ‘বাংলা বিদ্বেষী’ মনোভাবের বিরুদ্ধে সরব হচ্ছে শাসক দল। এর পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণ মুখী প্রকল্পের কাজকে হাতিয়ার করেও ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজেদের বিশেষ ক্ষমতার অধিকারী বলে প্রচার শুরু করেছেন।