TMC: মনে করি না যে বালুদা এমন কাজ করতে পারেন, গর্জে উঠলেন রাজন্যা

টানা ২০ ঘণ্টার বেশি ইডির জিজ্ঞাসাবাদ তার পরেই মাঝরাতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রথম মন্ত্রী।…

TMC: মনে করি না যে বালুদা এমন কাজ করতে পারেন, গর্জে উঠলেন রাজন্যা

টানা ২০ ঘণ্টার বেশি ইডির জিজ্ঞাসাবাদ তার পরেই মাঝরাতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রথম মন্ত্রী। এরপর থেকেই TMC দলের পক্ষ থেকে একের পর এক বাক্যবাণ আসছে বিজেপির দিকে। এবার সরব তৃণমূল ছাত্র সংগঠনের নেত্রী রাজন্যা হালদার।

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের ঘটনার পরিপ্রেক্ষিতে এক সংবাদ মাধ্যমে রাজন্যা হালদার বলেন, “আমরা মনে করি না যে বালুদা এমন কাজ করতে পারেন। যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ করা যাচ্ছে ততক্ষণ আমরা বলব আমাদের ওপর যেভাবে ইডি সিবিআই দিয়ে অত্যাচার চালানো হচ্ছে, তার একটাই কারণ যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়?”

   

TMC: মনে করি না যে বালুদা এমন কাজ করতে পারেন, গর্জে উঠলেন রাজন্যা

রাজন্যা বিচারের জন্য অপেক্ষা করতে বলে জানিয়েছেন, “এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া মানে এটা নয় যে ফলাফল পেয়ে যাওয়া। এটা বিচারাধীন বিষয়। আমার মনে হয় নাই বিষয়টি যতক্ষণ না পর্যন্ত তার সিদ্ধান্তে আসছে কারোরই সেই বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। শেষ পর্যন্ত দেখি কি হয় তার অপেক্ষায় থাকি।”

Advertisements

আরও পড়ুন কেন আদালতে অজ্ঞান হলেন মন্ত্রী বালু:‘হাই সুগার পা ফুলছে…’বলে আদালতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় অজ্ঞান

বৃহস্পতিবার সকাল সাড়ে ছটায় ইডি আধিকারিকরা ঢোকেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়িতে। সল্টলেক BC ২৪৪ ও ২৪৫ নম্বর বাড়িতে চলে দীর্ঘ তল্লাশি অভিযান। পাশাপাশি ইডি হানা দেয় মন্ত্রী জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে-এর বাড়িতেও।

ইডির তরফে মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে। বিচারকের কাছে কাতর আর্জি জানিয়ে আদালতেই বসে পড়েন মন্ত্রী জ্যোতিপ্রিয়। বিচারক জামিনের আবেদনে তাতে কর্ণপাত করেননি। তিনি আগামী ৬ নভেম্বর পর্যন্ত মন্ত্রীকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।