Job Scam: এবার সিবিআই নজরে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ

নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি একবার জেরা করেছে টলিউড অভিনেত্রী ও টিএমসি যুবনেত্রী সায়নী ঘোষকে। জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে তাই ফের জেরা হবে ৫ তারিখ। ইডি…

Job Scam: এবার সিবিআই নজরে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ

নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি একবার জেরা করেছে টলিউড অভিনেত্রী ও টিএমসি যুবনেত্রী সায়নী ঘোষকে। জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে তাই ফের জেরা হবে ৫ তারিখ। ইডি জেরার মাঝে সায়নীর বিষয়ে কিছু তথ্য চেয়ে পাঠাল সিবিআই।

এবার কি সায়নীকে সিবিআই জেরা করবে? উঠছে এই প্রশ্ন। নিয়োগ দুর্নীতির তদন্তে সায়নী ক্রমে বিতর্কে জড়াচ্ছেন। তবে তিনি আগেই জানান যতবার ডাকবে ততবারই যাব।

“কুন্তল ঘোষের সাধারণ সম্পাদক হওয়ার নেপথ্যে কি সায়নী ?” ১ ঘণ্টার ম্যারাথন জেরায় এই প্রশ্নের সম্মুখিন হতে হয় সায়নীকে। এবার এই একই মর্মে সিবিআই-এর নজরে তৃণমূলের যুবনেত্রী। ইডি-র পর এবার সিবিআই-এর নজরে সায়নী।

সায়নী যুব তৃণমূলের সভাপতি হওয়ার পরেই সাধারণ সম্পাদক হন কুন্তল ঘোষ। এর পিছনে কি সায়নীর হাত রয়েছে? সিবিআই-এর নজরে কুন্তল-সায়নী যোগ।

Advertisements

ইডির কুন্তল-সায়নী যোগের প্রশ্নে সায়নী বলেন, “কুন্তলকে সাধারণ সম্পাদক করা একটি সম্মিলিত সিদ্ধান্ত”। তিনি পরিস্কার জানান, কুন্তলকে সাধারণ সম্পাদক করার পিছনে তাঁর কোনও ভূমিকা নেই।

এবার কুন্তল-সায়নী যোগের উত্তর খুঁজতে সিবিআই-এর নজরে সায়নী।