Mamata Banerjee: ২১ এর পর ২৪ এর আগে ফের মমতার মুখে ‘খেলা হবে’

শনিবার ধর্নার দ্বিতীয় দিন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এই ধর্না মঞ্চ থেকেই ফের মুখ্যমন্ত্রীর মুখে শোনা…

শনিবার ধর্নার দ্বিতীয় দিন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এই ধর্না মঞ্চ থেকেই ফের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। ঝড় তুলে দিয়েছিল একুশের বিধানসভা ভোটের আগে এই ‘খেলা হবে’ স্লোগান। বেশ জনপ্রিয়তা লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের এই অঘোষিত ‘ইলেকশন অ্যান্থম’।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ফের তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা গেল সেই ‘খেলা হবে’। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “আমি অল আউট খেলায় খেলব। অল আউট জিতব। অল আউট খেলব। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য যদি এভাবে এগিয়ে যায়, সব ফ্রন্টাল অরগানাইজেশন যদি এগিয়ে যায়, সব আঞ্চলিক দল, সব জাতীয় দল যদি এগিয়ে যায়…।”

   

লোকসভার আগে শনিবার প্রথম মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়ে দেন, ২১ লক্ষ টাকা না পাওয়া ১০০ দিনের শ্রমিককে ২১ ফেব্রুয়ারি টাকা দেবে তাঁর সরকার। মমতা জানান ওই দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

Mamata Banerjee

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুর যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে।” মমতা আরও বলেন, আবাসনের ১১ লক্ষ ‘ক্লিয়ার করেও করেনি’। মমতার কথায়, “আবাসনেরটা আমি আজকে বলব না। ঠিক টাইমে আবার বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না।”

রাজনৈতিক মহলের একাংশের দাবি, মমতার ধর্নামঞ্চ থেকে ‘খেলা হবে’ স্লোগানের ঘোষণা থেকেই কার্যত শুরু হয়ে গেল ‘খেলা।’