Buddhadeb Bhattacharya: বুদ্ধবাবুকে উপহারের ডালি সাজিয়ে পাঠালেন কুণাল ঘোষ

বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ১১ দিন কাটানোর পর বাড়ি ফিরেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকাকালীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের করা সোশ্যাল মিডিয়ার পোস্ট তুমুল বিতর্কের সৃষ্টি করে।…

বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ১১ দিন কাটানোর পর বাড়ি ফিরেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকাকালীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের করা সোশ্যাল মিডিয়ার পোস্ট তুমুল বিতর্কের সৃষ্টি করে। বুদ্ধবাবু বাড়ি ফেরার পর আজ তাঁর জন্য উপহার পাঠালেন কুণাল ঘোষ। জানা যাচ্ছে লাল গোলাপের তোড়া এবং মোহন সিংয়ের রবীন্দ্র সঙ্গীতের সিডি পাঠিয়েছেন কুণাল ঘোষ। এই উপহারের সঙ্গে পাঠিয়েছেন নিজের লেখা দুটো বই। উপহার গ্রহণ করেছেন বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য।

হাসপাতালে ভর্তি থাকা সময় বুদ্ধবাবু কে দেখতে অনেকে ছুটে যান হাসপাতালে। বাম নেতারা তো গিয়েছিলেনই, পাশাপাশি বিজেপির নেতারাও যান তাঁকে হাসপাতালে দেখতে। এর মধ্যেই কুণাল ঘোষ পোস্ট করেন যা নিয়ে শুরু হয় বিতর্ক। বুদ্ধদেব ভট্টাচার্যের হাসপাতালে ভর্তি থাকাকালীন বিতর্কিত পোস্টের জন্য বিরোধীরা কুণাল ঘোষের কড়া সমালোচনা করেন।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দল-নির্বির্শেষে সকলেই তাঁর সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সুস্থতা কামনা করে টুইট করেন। তবে বিতর্ক সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষের পোস্ট ঘিরে। তিনি ফেসবুক পোস্টে লেখেন,”বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।“ বুদ্ধবাবুকে নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের করা ফেসবুক পোস্টের কড়া জবাব দেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।