‘এক ফোনে একলাখ’ কুণালের নিশানায় সিপিএম হোলটাইমার শতরূপের ২২ লাখি গাড়ি

TMC spokesperson Kunal Ghosh questioned about CPIM Holtaimer Shatarup Ghosh's 22 lakh car

এতদিন ধরে বাম আমলের কারনামার কথা তুলে ধরে সুজন চক্রবর্তী ও সুশান্ত ঘোষদের নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এখন শাসক দলের নিশানায় বাম নেতা শতরূপ ঘোষ (CPIM Holtaimer Shatarup Ghosh)। এবার তাঁর হলফনামায় সম্পত্তি নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (TMC spokesperson Kunal Ghosh)। তাঁর প্রশ্ন, সিপিএমের হোলটাইমার হয়ে ২২ লক্ষের গাড়ি কীভাবে চড়েন শতরূপ?

এদিন ট্যুইট করে কুণাল ঘোষ লেখেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেহলফনামায় বাম নেতা শতরূপ ঘোষ জানিয়েছিলেন তাঁর সম্পত্তির অঙ্ক ২ লক্ষ টাকা। এখন তিনি ২২ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছেন। সিপিএমের হোলটাইমার হয়ে কীভাবে এত দামী গাড়ি কিনতে পারেন? প্রশ্ন তৃণমূল মুখপাত্রের। একইসঙ্গে একাধিক তথ্যও তুলে ধরেন তিনি।

   

পাল্টা বাম নেতার মন্তব্য, গাড়ি আমার নামে রেজিস্ট্রার্ড। গাড়ির সিংহভাগ দামটা বাবা চেকে পেমেন্ট করেছেন। তৃণমূলের একের পর এক নেতা ধরা পড়ছেন। আলোচনার মোড় ঘোরানোর জন্য কখনও সুজনদার স্ত্রীর সম্পর্কে, কখনও আমার গাড়ি কেনার বিষয়ে কথা বলছেন।

যদিও শতরূপ ঘোষ প্রথম নয়, এর আগে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতারা। বাম নেতার স্ত্রীর নিয়োগ নিয়ে তদন্তের দাবি জানাইয় তৃণমূল। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে বাম আমলের মন্ত্রী সুশান্ত ঘোষের নাম। অভিযোগ, পরিবারের ২২ জন সদস্যদের চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। এমনকি সুশান্ত ঘোষের পরিবারের কোন সদস্য কোথায় চাকরি পেয়েছেন? সেই তালিকাও তুলে ধরেন তৃণমূল মুখপাত্র। এখন সেই তালিকায় শতরূপের নাম যোগ হল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন